সৌদি প্রবাসী ভাইদের প্রতি কোনো অনিয়ম হলে কোন আপস হবে না বললেন প্রবাসী মন্ত্রী ইমরান আহমেদ
আসসালামুয়ালাইকুম আপনাকে স্বাগতম | সৌদি আরব প্রবাসী কল্যাণ মন্ত্রীর ঘোষণা, সৌদি প্রবাসীদের সাথে কোন প্রকার অনিয়ম পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ | বিদেশে প্রবাসী কর্মী পাঠানোর ক্ষেত্রে কোন পর্যায়ে অনিয়ম হলে সাথে সাথে সেই কর্মকর্তাকে বরখাস্ত করা হবে বলে হুঁশিয়ারি ব্যবস্থা করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহ্মেদ | তিনি বলেন কর্মীদের প্রশিক্ষণ কোন প্রকার গাফিলতি সহ্য করা হবে না | প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসী প্রশিক্ষকদের কর্মশালায় মন্ত্রী এই হুঁশিয়ারি দেন, মন্ত্রী বলেন প্রায়ই আমরা কর্মীদের নির্যাতনের বেশ কিছু অভিযোগ পেয়েছি, এছাড়া আমাদের নারীকর্মীদের কেউ নিধন করা হচ্ছে | সংখ্যায় কম হলেও এটাকে গুরুত্বের সাথে দেখছে মন্ত্রণালয় | সৌদি আরবে একজন কর্মী নির্যাতনের শিকার না হয় সেটা নিশ্চিত করতে কাজ করছে মন্ত্রণালয় | মন্ত্রী বলেন নারীকর্মী পাঠানোর আগে তাদেরকে এক মাসের প্রশিক্ষণ দেওয়া হয়, প্রশিক্ষণের সময় অনিয়মের অভিযোগ টেকনো পাওয়া গেলে আগে বরখাস্ত করা হবে এবং তাকে কোনভাবেই ফিরিয়ে আনা হবে না | এছাড়া সংবাদ মাধ্যমে প্রবাসীদের কে নিয়ে কিছু অসম্পূর্ণ অসত্য সংবাদ প্রকাশিত হচ্ছে বলে জানিয়েছেন তিনি | তিনি বলেন সঠিক তথ্য সংবাদ না হলে এই সেক্টরটি ক্ষতিগ্রস্ত হচ্ছে | সৌদি আরবে প্রবাসীদের সংখ্যা প্রায় 20 থেকে 25 লাখ | এখানে যেমন পুরুষ প্রবাসী রয়েছে ঠিক তেমনি নারী প্রবাসী রয়েছে | সৌদি প্রবাসী পাশাপাশি থেকে নির্যাতনের শিকার নারী প্রবাসী | ইদানিং দেখা যাচ্ছে বিপুল পরিমাণ সৌদি পুরুষ ও নারী কর্মী বিভিন্ন কারণে দেশে ফেরত আসছেন | আর ঠিক এই কারণেই ভয়ে আঁতকে উঠেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ধারাবাহিকতায় আমাদের প্রবাসীকল্যাণমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন প্রবাসীদের সাথে কোন প্রকার অন্যায় অত্যাচার অনিয়ম হলে তাকে সাথে সাথে বরখাস্ত করা হবে | আশা করছি আমাদের প্রবাস কল্যাণ মন্ত্রী যে আশ্বাস দিলো সেটা তিনি বাস্তবায়ন করবেন | খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন
2020 সালে সৌদি প্রবাসীদের কি হবে তা সকলের অবশ্যই জানা জরুরী তাই সেই বিষয়ে বিস্তারিত
2020 সালে সৌদিতে প্রবাসীদের কি হবে এই বিষয়ে এক হতাশাজনক প্রতিবেদন প্রকাশ করেছে ব্যাংক অফ সৌদি প্রিন্সেস | সেই প্রতিবেদনটিতে বলা। হয়েছে 2020 সালের মধ্যে সৌদি আরব থেকে নিজ দেশে ফিরে যাবে বাংলাদেশিসহ 6 লাখ 70 হাজারেরও বেশি প্রবাসী নাগরিক| কারণ সৌদি সরকার প্রবাসী নাগরিকদের কাছ থেকে যারা ফ্যামিলি নিয়ে থাকে তাদের আকামা নবায়ন করতে বর্ধিত ফি নিতে শুরু করেছে। যা প্রতিমাসে 2020 সালে বেড়ে দাঁড়াবে 400 টি এল আর যারা সৌদি আরবে শ্রমিক হিসেবে আছেন তাদের কাছ থেকে নেওয়া হবে 2020 সালে ৪০০ রিয়াল করে | যা প্রবাসীদের উপর খুবই বিরক্ত ফেলবে, ভিশন 2030 অনুসারে সৌদির অর্থনীতিতে পণ্যের ওপর বিভিন্ন ধরনের করা রােগসহ তেল রপ্তানির ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্পায়নের উদ্যোগ নিয়েছে দেশটি। যাতে করে সৌদি নাগরিকদের কাজ করার সুযােগ সৃষ্টি হয়| ব্যাংকক সৌদি প্রিন্সের প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে সৌদি আরবে 1 কোটি 60 লক্ষ প্রবাসী নাগরিক কাজ করছেন | এবং প্রতি বছর এক লক্ষ 65 হাজার। প্রবাসী নাগরিক সৌদি আরব ছেড়ে চলে যাচ্ছেন। এদের মধ্যে বর্তমানে 20 লাখেরও বেশি বাংলাদেশী নাগরিক রয়েছেন। এখন প্রশ্ন হল 2020 সালের পরে আমরা যারা বাংলাদেশী প্রবাসী আছি তারা কি পারবাে সৌদিআরবে থাকতে ? আমাদের দ্বারা কি সম্ভব 12 থেকে 15 রিয়াল বেতনে চাকরি করে কপিলের ফায়দা দিয়ে 2020 সালের 12 থেকে 13 হাজার রিয়েল দিয়ে আকামা নবায়ন করা? তার উপর এখন সৌদি আরবে চলছে গণহারে গ্রেফতার অভিযান, তাই এখনই সময় সৌদি প্রবাসীদের নিয়ে সরকারের চিন্তা করা, যাতে করে বাংলাদেশী প্রবাসীরা সৌদি আরবের টিকে থাকতে পারে, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রেমিটেন্স আহরণের দেশ সৌদি আরবের শ্রমবাজার হারাতে হবে। আপনারা দেখছেন তারা সকলে শেয়ার করুন যাতে করে অন্য জানতে পারে |
সৌদি প্রবাসীদের জন্য দারুন খবর, প্রবাসীদের অধিকার রক্ষায় দারুন ঘােষণা দিলেন সৌদির শ্রম মন্ত্রণালয়
বর্তমানে সৌদি আরবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য শ্রমিক কর্মরত আছেন | সৌদিতে সকল প্রবাসী শ্রমিকরা বিভিন্ন সমস্যায় জর্জরিত | সৌদি সরকার দেশটিতে প্রবাসী শ্রমিকদের স্বার্থরক্ষায় দীর্ঘদিন। ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সৌদির শ্রম মন্ত্রণালয় অধিকার রক্ষার জন্য সৌদির নিয়ােগকর্তা বা কোকিলদের শাস্তির ঘােষণা দিয়েছেন| সৌদির শ্রম মন্ত্রণালয় প্রবাসীদের অধিকার রক্ষার জন্য যে শাস্তির ঘােষণা দিয়েছে, তা হল; 1> কাজের চুক্তিনামার কপি প্রবাসী শ্রমিকদের কে না দিলে নিয়ােগকর্তাকে 50 হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে | 2> চুক্তি নিয়ম অনুযায়ী প্রবাসী শ্রমিকদের কে কাজ না দিয়ে চুক্তির বাইরে অতিরিক্ত কাজ করালে 15 হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে | 3>নিরাপত্তা ও স্বাস্থ্যগত মানদন্ড ভঙ্গ করলে এবং সৌদি নাগরিকদের নামে প্রবাসী নাগরিক নিয়ােগ দেয়া হলে উভয় ক্ষেত্রে 25 হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে 4 > প্রবাসীদের কাছে বিক্রির অভিযােগ পাওয়া গেলে হবে 5 > বেতন দিতে দেরি করলে ছুটির দিনে গরম বা খারাপ আবহাওয়ায় প্রবাসী শ্রমিকদের কে দিয়ে কাজ করালে নিয়ােগকর্তাকে শাস্তির আওতায় আনা হবে | 6 >নিয়ােগকর্তা যদি কোন প্রবাসী শ্রমিকদের পাসপাের্ট আটকে রাখে তাহলে তাকে 20০০ চৌধুরী জরিমানা গুনতে হবে । সৌদি সরকার আশা করছেন কৌতুক এর মাধ্যমে শ্রমিকদের স্বার্থ রক্ষা হবে খবরটি সৌদি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণতাই আপনারা দেখছেন তারা সকলে শেয়ার করুন যাতে করে অন্যকে জানার সুযােগ পায় |
No comments